চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট আছে। এসব বিভাগ ও ইনস্টিটিউটে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে এ ইউনিট। এ ইউনিটের মোট আসন ১ হাজার ২১২টি। অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদে ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট। এই অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে বি ইউনিট গঠিত। এই ইউনিটের আসন ১ হাজার ২২১টি। এ ছাড়া বি-১ উপ-ইউনিটের রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা ও সংগীত বিভাগ। এই ইউনিটের আসন সংখ্যা ১২৫। ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগ নিয়ে গঠিত সি ইউনিট। এই অনুষদে আসন ৪৪১টি।