Chattogram University Ex-Students Association (CUESA) is a platform dedicated to fostering unity, cooperation, and the continuous growth of alumni from the University of Chittagong. As an organization built on moral values, inclusivity, and social responsibility, we strive to create an enduring connection between former students, the university, and society.
✔ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করা
✔ শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদান ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা
✔ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা
✔ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধরে রাখা এবং সম্মান বৃদ্ধি করা
আমরা চাই CUESA একটি অরাজনৈতিক, আপোষহীন ও মুক্তচেতনার মঞ্চ হিসেবে কাজ করবে। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যারা একে অপরের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রকাশক: কাজী জশিম উদ্দিন
সম্পাদক: মোহাম্মদ সাজ্জাদউদ্দিন